মেহেরপুরে কৃষক লীগের উদ্যোগে চারা বিতরণ

মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে কৃষকদের মাঝে চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
এ সময় আরো বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়সিম সাজ্জাদ লিখন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম পিকুল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত ই খোদা রুবেল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।
পরে সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে কয়েকটি চারা রোপণ করা হয়।
মেহেরপুরের তিন উপজেলার তিন হাজার কৃষকের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে বলে কৃষক লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।