বিএনপি দিশেহারা পথিক : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে সরকার বিচলিত নয়। দলটির অবস্থা এখন পথহারা, দিশেহারা পথিকের মতো।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ বি এম মোজাম্মেল হক, মাগুরা-১ আসনের সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আবদুল ওহাব, সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুল লাইলা জলি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু।
সমাবেশে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।