ধূমপান আর মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
মাদক ও ধূমপানমুক্ত ভৈরব চায় স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে অশ্লীল গালিগালাজের পরিবেশ থেকে মুক্তি চায় কিশোররা। এ ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মানববন্ধনের আয়োজন করেছে ভৈরব পাওয়ার বয়েজ ক্লাব। স্থানীয় কে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাবটি গঠন করেছে।
আজ বুধবার বেলা ১১টায় ভৈরব পৌরসভার সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানবন্ধনের আয়োজন করা হয়। হাতে লেখা পোস্টারে স্লোগান লিখে কয়েক শ শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। তারা এসব সামাজিক সমস্যা দূর করতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে।
এ সময় তাদের ওই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য মোমেন হাসান ও গাঙ সমিতির কর্মকর্তা জাহিদুল ইসলাম জনি।
ভৈরব পাওয়ার বয়েজ ক্লাবের সভাপতি হোসাইন মাহমুদ ও সাধারণ সম্পাদক রোহান এনটিভি অনলাইনকে জানান, মাদকে আসক্ত হয়ে এলাকার যুব সমাজের বড় একটি অংশ আজ বিপথগামী। মাদকসেবীদের পরিবার, সমাজ তাদের যন্ত্রণায় অতিষ্ট। যথাযথ সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধের অভাবে দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে। নতুন প্রজন্মের ওপরও এর কুফল প্রতিফলিত হচ্ছে। তারা আরো জানায়, সর্বগ্রাসী মাদকের মতো অশ্লীল গালিগালাজ, যত্রতত্র ধূমপানও ভৈরবের অন্যতম সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে।
মানববন্ধনে সরকারি ও ব্যক্তি মালিকানার পতিত জমিতে বেশি বেশি গাছ লাগানোর দাবি জানান সংগঠনের কর্মীরা।
ভৈরব চেম্বার অব কমার্সের সদস্য মোমেন হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘ছেলেদের এ মহতি উদ্যোগের খবর পেয়ে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। ভৈরব চেম্বারের পক্ষ থেকে তাদের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আগামীতে ভৈরব পাওয়ার বয়েজ ক্লাবসহ যেকোনো সংগঠন অনুরূপ উদ্যোগ নিলে ভৈরব চেম্বার তাদের পাশে সার্বিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে।’