চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডের ৩৫টিতেই আ.লীগ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/29/photo-1430308191.jpg)
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৫টিতেই কাউন্সিলর পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বিএনপি সমর্থক প্রার্থীরা জয় পেয়েছেন চারটি ওয়ার্ডে।আর একটি ওয়ার্ডে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী। তবে একটি ওয়ার্ডের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, নির্বাচিতদের বেশির ভাগই তরুণ ও নতুন মুখ। তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় হেরেছেন প্রভাবশালী বেশ কয়েকজন প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিতদের বেশির ভাগই আ জ ম নাছির উদ্দীনের সমর্থক। নাছির আওয়ামী লীগের সমর্থন নিয়ে এবার বন্দরনগরীর মেয়র নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে তৌফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে কফিল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডে সাইফুদ্দিন খালেদ, ৬ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মো. মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে জহুরুল আলম, ১০ নম্বর ওয়ার্ডে নেছার উদ্দিন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মোরশেদ আকতার, ১২ নম্বর ওয়ার্ডে ছাবের আহমদ, ১৩ নম্বর ওয়ার্ডে মো. হোসেন হিরন, ১৪ নম্বর ওয়ার্ডে কবির আহমেদ, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ১৮ নম্বর ওয়ার্ডে হারুন অর রশিদ, ২০ নম্বর ওয়ার্ডে হাসান মাহামুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাশ, ২২ নম্বর ওয়ার্ডে সলিম উল্লাহ বাচ্চু, ২৩ নম্বর ওয়ার্ডে মো. জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৬ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম, ২৭ নম্বর ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৮ নম্বর ওয়ার্ডে আবদুল কাদের, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মো. জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে মাজহারুল ইসলাম, ৩১ নম্বর ওয়ার্ডে তারেক সোলায়মান সেলিম, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে হাবিবুল হক, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মো. চেীধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন এবং ৪১ নম্বর ওয়ার্ডে ছালেহ আহমদ চেীধুরী।
এ ছাড়া বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে মো. আজম, ১৭ নম্বর ওয়ার্ডে জাফরুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে ইয়াছিন চৌধুরী আছু ও ৩৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল জয়ী হয়েছেন। আর ৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত শফিউল আলম।
২৫ নম্বর ওয়ার্ডের ফলাফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।