মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ

সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) পরিমল সিংহ। সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইসলামগনগর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রহুল আমিন। সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক ফারুক হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আলী মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ শিক্ষক মুনতাজ আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কাশেম। সমাবেশে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আজ সকালে প্রায় একই সময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।