বিএফইউজের নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে কুষ্টিয়ায় সংবর্ধনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/03/photo-1472912603.jpg)
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুককে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। আজ শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মনজুরুল আহসান বুলবুলসহ বিএফইউজের নেতাদের ফুল দিয়ে বরণ করা হয়। কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক নেতারা ছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম, কুষ্টিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পিনু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খোকন প্রমুখ।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত এই ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালনকালে শুধু রাজধানী ঢাকা নয়, মফস্বলের সাংবাদিকদের অধিকার নিয়েও কাজ করব।’ অনুষ্ঠানে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।