নদী থেকে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলা মঠ এলাকায় নবগঙ্গা নদী থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মৃতদেহটি শ্রীপুর উপজেলার এক নারীর বলে নিশ্চিত করেছে পুলিশ।
লাশ উদ্ধারের ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবগঙ্গা নদীর মাঝে একটি বস্তা ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাঝনদী থেকে বস্তা তুলে তার ভেতর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের জন্য নিহত নারীর স্বামীকে প্রাথমিকভাবে দায়ী করেছে পুলিশ। এ ছাড়া ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে হত্যার প্রকৃত রহস্য জানা সম্ভব হবে বলে জানায় পুলিশ।