ভূমি কমিশনের সভা সার্কিট হাউসে শুরু
পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনীর পর প্রথমবারের মতো রাঙামাটিতে অনুষ্ঠিত হচ্ছে ভূমি কমিশনের বৈঠক।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি সার্কিট হাউসে এ বৈঠক শুরু হয়। তবে বৈঠকটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাহাড়ের বাঙালি সংগঠনগুলোর বিরোধিতা ও হরতালের কারণে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়েছে।
সভায় ভূমি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার-উল হক ছাড়াও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়সহ তিন সার্কেল চিফ ও তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া বৈঠকে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারও উপস্থিত আছেন।
কমিশন-সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, এ বৈঠকে কমিশনের কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।