মেহেরপুরে গলায় সুজি আটকে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে খাওয়ার সময় গলায় সুজি আটকে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নাম মুরসালিন হোসেন। সে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাহবুব হোসেন ও নাসরিন খাতুন দম্পতির সন্তান।
শিশুটির বাবা জানান, সকাল ১০টার দিকে তাঁর স্ত্রী নাসরিন খাতুন শিশু মুরসালিনকে কোলে নিয়ে রান্না করা সুজি খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ করে মুরসালিনের গলায় সুজি আটকে যায়। অনেক চেষ্টা করেও গলার ভেতর থেকে সুজি বের করতে না পেরে দ্রুত তাকে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। দুপুরের দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
তবে মেহেরপুর সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. পলাশ জানান, হাসপাতালে আনার আগেই দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।