নওগাঁয় নৈশপ্রহরীকে হত্যা, স্বামী পলাতক
নওগাঁ শহরের হরিজন কলোনির বাসা থেকে আজ বৃহস্পতিবার পড়শি রানী নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পড়শি ওই কলোনির মুনু সরকারের স্ত্রী। তিনি মহাদেবপুর সদর খাদ্যগুদামে নৈশপ্রহরীর কাজ করতেন।
পারিবারিক কলহের জের ধরে পড়শির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান, খবর পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমালেও ঘটনার পর থেকে তাঁর স্বামী মুনু সরকার পলাতক। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।