স্বেচ্ছাসেবক লীগ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার মো. আরমানকে গতকাল বুধবার রাতে রাজধানী থেকে অজ্ঞাতপরিচয় লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এ বিষয়ে রাতেই মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী এনটিভি অনলাইনকে জানান, গতকাল রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার মো. আরমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মর্মে একটি ডায়েরি করেন তাঁর স্ত্রী নিগার সুলতানা।
ওসি বলেন, খন্দকার আরমান ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। গতকাল রাত ৮টার পর আরমানের স্ত্রী তাঁকে ফোন দিয়ে ফোনটি বন্ধ পান। এর পর তিনি স্বামীর মতিঝিল আরএস ভবনের ব্যবসায়িক কার্যালয়ে গেলে সেখানকার কর্মচারীরা দৈনিক বাংলার মোড় থেকে একটি সাদা মাইক্রোবাসে করে তাঁকে তুলে নেওয়া হয়েছে বলে জানান।
এ বিষয়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আরমানকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি ফরমান আলী।