বাল্যবিবাহ পড়ানোর দায়ে ইমামকে জেল

এবার বাল্যবিবাহ পড়ানোর দায়ে আবদুল কাইয়ুম (৪৫) নামের এক ইমামকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরপর তিনি আর কোনো দিন বাল্যবিবাহ পড়াবেন না বলে অঙ্গীকার করেন।
আবদুল কাইয়ুম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আহমেদ আলীর ছেলে ও পীরতলা মধ্যপাড়া জামে মসজিদের ঈমাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ জানান, গত রোববার বিকেলে পীরতলা গ্রামের সাহাবুল ইসলামের মেয়ে ও স্থানীয় এনপি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাজমুল ইসলামের বিয়ে হয়। এই বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ইমাম আবদুল কাইয়ুমকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এর আগে দুপুরের দিকে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ পীরতলা গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাইয়ুমকে আটক করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ জানান, দণ্ডাদেশের পর ইমাম আবদুল কাইয়ুম কান ধরে প্রতিজ্ঞা করে বলেন, এ ধরনের ভুল আর কখনো করবেন না।