মেহেরপুরে অবৈধ নিবন্ধনের সিম, আটক ২

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে নিবন্ধন করা সিম ও নিবন্ধনের জন্য ব্যবহার করা দুটি বায়োমেট্রিক যন্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওই দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আক্তারুজ্জামান রানা ও সদর উপজেলার ফতেপুর গ্রামের মামুন আলী। এদের মধ্যে আক্তারুজ্জামান রানা গাংনীর চৌগাছা মোড়ে এম আর নেট কানেকশন দোকানের মালিক এবং মামুন আলী সদর উপজেলার ফতেপুর গ্রামের মা টেলিকমের মালিক।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ জানিয়েছেন, এটি একটি সিন্ডিকেট। আর এর মূল হোতা মামুন আলী। মামুন অবৈধভাবে সিম নিবন্ধন করে বিক্রি করে বলে আটক আক্তারুজ্জামান পুলিশের কাছে স্বীকার করেছেন।
এসআই শংকর কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাংনীর চৌগাছা মোড়ে আক্তারুজ্জামানের এম আর নেট কানেকশন নামের দোকানে অভিযান চালানা হয়। দোকানে তল্লাশি চালিয়ে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবির নয়টি সিম উদ্ধার করা হয়। এসব সিম আগে থেকেই নিবন্ধন করা ছিল। আক্তারুজ্জামানকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাঁর স্বীকারোক্তিতে সদর উপজেলার ফতেপুর গ্রামে মা টেলিকম নামের একটি দোকানে তল্লাশি চালিয়ে বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের দুটি সিম জব্দ করা হয়। এসব সিম আগে থেকেই নিবন্ধন করা ছিল। ওই দোকান থেকেই দুটি বায়োমেট্রিক যন্ত্র জব্দ করা হয়। পরে দোকান মালিক মামুন আলীকে আটক করা হয়।
এসআই শংকর আরো জানান, মামুন আলী এই সিন্ডিকেটের মূল হোতা। মামুন অবৈধভাবে সিম নিবন্ধন করে বিভিন্ন স্থানে বাজারজাত করে থাকেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ প্রক্রিয়ায় সিম নিবন্ধন করে চড়া দামে বিক্রি করার অভিযোগ আছে। এ ছাড়া ওই দুই ব্যক্তি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের নামে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।