মেহেরপুরে লক্ষাধিক বড়ি উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে ভারতে তৈরি এক লাখ ১৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক বড়ি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা বড়ির আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা হবে বলে দাবি করেছে বিজিবি।
তবে বড়ি পাচারকারীদের আটক করতে পারেনি বিজিবির ওই দলটি।
আজ মঙ্গলবার ভোরে বুড়িপোতা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের কাঁটাতারের কাছ থেকে ওই বড়িগুলো উদ্ধার করে।
চুয়াডাঙ্গায় বিজিবি-৬ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা বিওপির কমান্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল বুড়িপোতা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে যৌন উত্তেজক বড়ি স্যানিগ্রা ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে প্রায় কোটি টাকারও বেশি মূল্যের মূল্যের ওই স্যানিগ্রা বড়ি উদ্ধার করে।