মাগুরা-১ আসনে উপনির্বাচন, ৮ জনের মনোনয়নপত্র জমা
মাগুরা-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) এ টি এম ওহাব ও জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত হাসান সিরাজ সুজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার।
ওই দুজন ছাড়াও আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীসহ আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা এবং এ টি এম ওহাব।
এ ছাড়া আওয়ামী লীগ নেতা ও মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহাবুবুল আকবর কল্লোল, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মহব্বত আলী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম, বিএনএফের প্রার্থী মুনতাসিম বিল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী নাঈমুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় নিজ নিজ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে চারবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা যান। এরপর ওই আসনটি শূন্য হয়। এ আসনে ১৪০টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটারসংখ্যা তিন লাখ ২৩ হাজার ১৪৪।