কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ইউপি সদস্য নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/06/photo-1473179078.jpg)
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতা সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ঝাউদিয়া যাওয়ার পথে বৈদ্যনাথপুর চারা বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান একাই মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি শিবপুর থেকে ঝাউদিয়া যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাত ৮টায় লাশ উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।