কুষ্টিয়ায় শিশু হত্যায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/07/photo-1473233777.jpg)
কুষ্টিয়ায় আট বছর বয়সী শিশু অর্পাকে ধর্ষণ ও হত্যা মামলায় তপন কুমার বিশ্বাস (২২) নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। ওই সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
চাঞ্চল্যকর এ মামলার রায় শুনতে আগ্রহী ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আদালত ছিল কানায় কানায় পূর্ণ।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ মার্চ বিকেলে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার বাসিন্দা তপন কুমার বিশ্বাস প্রতিবেশী স্বপন কুমার পালের মেয়েশিশু অর্পাকে ডেকে নিয়ে যান। এর পর পাশের পরিত্যক্ত একটি ঘরে প্রথমে অর্পাকে ধর্ষণ করেন স্বপন। পরে তাকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যান তিনি।
পরদিন ২৯ মার্চ সন্ধ্যায় তপনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পরিত্যক্ত ঘর থেকে অর্পার লাশ উদ্ধার করা হয়।
ওই দিনই তপন কুমারকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন অর্পার বাবা। সেই মামলায় ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে দোষ স্বীকার করেন তপন। এরপর দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ায় আজ আদালত তপনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। সে সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, চাঞ্চল্যকর এই শিশু হত্যা মামলায় বাদীপক্ষ উপযুক্ত বিচার পেয়েছে। এর মাধ্যমে সমাজে এ ধরনের ঘৃণিত অপরাধীরা একটা বার্তা পেল। রায়ে শিশু অর্পার পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।