নাটোরে বাস-ট্রাক মুখোমুখি, তিনজন নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম হেলাল (৫৫) বলে জানা গেছে। তাঁর বাড়ি টাঙ্গাইল। অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, আজ সকালে বাস-ট্রাকের মুখোমুখি এ সংঘর্ষে অন্তত নয়জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে আরো একজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা সবাই ট্রাকে ছিলেন বলে জানান ওসি।