মাগুরায় ট্রাকের ধাক্কায় নিহত ৩
মাগুরা জেলার আঙ্গারদাহ ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত তিনজনই শ্রমিক। তাঁদের বাড়ি যশোর জেলার বিভিন্ন স্থানে। আহত ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, মাগুরার আড়পাড়া মহাসড়কের আঙ্গারদাহ ব্রিজ এলাকায় খাদে পড়ে থাকা একটি কাভার্ড ভ্যান তুলছিলেন শ্রমিকরা। কাজ শেষে রাত পৌনে ১১টার দিকে একটি নছিমনে ওঠেন তাঁরা। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক নছিমনটিকে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়। আহত চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।