মেহেরপুর সীমান্তে বিজিবির টহল জোরদার

মেহেরপুর সীমান্তে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। ছবি : এনটিভি
ঈদুল আজহাকে সামনে রেখে মেহেরপুরের সাতটি বিওপি (বর্ডার আউট পোস্ট) সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। কোনো বাংলাদেশি যেন অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু আনতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে বিজিবির একাধিক টহল দলের নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির দাবি, এবার ঈদে কোরবানির জন্য এখন পর্যন্ত কোনো ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমির মজিদ বলেন, ‘আমরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে কোনো বাংলাদেশিকে অবৈধভাবে অতিক্রম করতে দিব না। আর অতিক্রম না করতে পারলে ভারতীয় কোনো গরু বাংলদেশে প্রবেশ করতে পারবে না। যদি ভারতের গরু না আসে তাহলে আমাদের দেশীয় গরুর খামারিরা লাভবান হবে।’