মেহেরপুরে দুই ‘মাদকসেবী’র ২ বছর করে জেল

মেহেরপুরে মাদক সেবনের দায়ে আলী সিদ্দিক বাবু (৩০) ও ফরিদ আলী নামের দুজনকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে নির্বাহী হাকিম ও এনডিসি আরিফ হোসেন এ আদালত পরিচালনা করেন।
দণ্ডাদেশ পাওয়া আলী সিদ্দিক বাবু ও ফরিদ আলীর বাড়ি সদর উপজেলার গোভীপুর গ্রামে।
নির্বাহী হাকিম আরিফ হাসেন জানান, আজ বিকেলে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ও ভ্রাম্যমাণ আদলতের অভিযানে সদর উপজেলা গোভীপুর থেকে মাদকসেবন করার সময় দুজনকে হাতেনাতে আটক করে। তারা দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছর করে জেল দেওয়া হয়েছে।