ক্রেতা সেজে ‘অবৈধ অস্ত্র বিক্রেতা’দের ধরল র্যাব

ক্রেতা সেজে মেহেরপুর সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুজনকে আটক করা হয়। পরে রাত ১১টার দিকে তাঁদের অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার টঙ্গী গোপালপুর গ্রামের লিটন (৩০) ও মিলন (২৪)। তাঁদের আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
র্যাবের উপপরিদর্শক (এসআই) সুমন জানান, মেহেরপুরে দুজন অবৈধভাবে অস্ত্র কেনাবেচা করে বলে র্যাব খবর পায়। সেই খবরের ভিত্তিতে র্যাবের সদস্যরা অস্ত্র কেনার কথা বলে দুই যুবকের সঙ্গে যোগাযোগ করেন। অবৈধ অস্ত্র বিক্রেতারা ক্রেতা সাজা র্যাব সদস্যদের মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় যেতে বলেন। পরে অস্ত্র বিক্রেতা দুজন মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় যায়। এ সময় র্যাব সদস্যরা তাঁদের গ্রেপ্তার করে।
এসআই আরো জানান, ওই দুই যুবকের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।