দিনাজপুরে বিএসএফের গুলিতে একজন নিহত
দিনাজপুরের বিরল উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুর রাজ্জাক (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে।
তবে নিহত রাজ্জাক বাংলাদেশি কি না, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধর্মজৈন সীমান্তের নায়েক সুবেদার রোস্তম আলী জানান, সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলার ও ১০-১১ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী জায়গায় ভারতীয় সীমান্তের ৩০০ গজ ভেতরে কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘটনার পর ভারতের কাঁটাবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিজিবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোস্তম আলী আরো জানান, নিহত ব্যক্তি বাংলাদেশি কি না, তা বিএসএফ তাদের নিশ্চিত করেনি। তাঁর পরিচয় জানার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। আজ বিকেলে এ বিষয়ে নিশ্চিত করবেন তাঁরা। লাশ ভারতেই রয়েছে।
তবে ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম জানান, নিহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বাসিন্দা। বিরল থানার অফিসার ইনচার্জ আবদুল হাই সরকার জানান, বিজিবি তাদের নিহতের ঘটনাটি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা।