গাইবান্ধায় জেএমবির ‘সদস্য’ আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আটক ‘জেএমবি’ সদস্য ফরিদ উদ্দিন। ছবি : ফোকাস বাংলা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১১টার দিকে আটকের সময় তিনটি বোমা উদ্ধার করার দাবি করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের ফরিদ উদ্দিন (৪৫)।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘ফরিদ উদ্দিনকে গতকাল রাতে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে কোন স্থান থেকে তাঁকে আটক করা হয়েছে তা জানানো যাবে না।’
ওসি আরো জানান, ফরিদ উদ্দিন জেএমবির একজন সক্রিয় সদস্য। আটক করার পর তাঁর শরীর তল্লাশি করে তিনটি তাজা বোমা পাওয়া গেছে। এ সময় বোমা তৈরির সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।