গজারিয়ায় তীব্র যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা গেছে। মেঘনা সেতু থেকে গোমতী সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়েই যানজট। মহাসড়কের সবকিছুই যেন থমকে গেছে।
শুক্রবার ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। মহাসড়কের যানজটে চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যানজটের বিষয়ে জানতে চাইলে ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, অতিরিক্ত গাড়ির চাপে, বিশেষত পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি হওয়ায় এই যানজট দেখা দেয়। রাস্তায় যানবাহনের এই চাপ আরো দু-একদিন অব্যাহত থাকতে পারে।
সার্জেন্ট আরো জানান, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ মিলে যানজট নিরসনের চেষ্টা করছে।