প্রতিবাদের মধ্যেই শিক্ষা প্রকৌশল ভবনের ভিত্তিপ্রস্তর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/09/photo-1473435733.jpg)
শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্যেই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের জমিতে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জোনাল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে এই ভবনের ভিত্তিপ্রস্তর করেন মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পৌর মেয়র ফজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ নাছিম রেজা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
এ সময় বক্তারা বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মৌলভীবাজার জোনাল অফিস নির্মাণ হলে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহায়ক হবে।
একই সময় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের জমিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করে।