শিবগঞ্জে আগুন, ছড়িয়ে পড়ছে শতাধিক দোকানে

বগুড়ায় শিবগঞ্জের কিচকবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের দোকানে। আজ শুক্রবার রাত ৮টার দিকে পেট্রল বিক্রির একটি দোকান থেকে ওই আগুনের সূত্রপাত। বাজারে শতাধিক দোকানে ওই আগুন ছড়িয়ে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের আনার কাজ করছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বগুড়া ও জয়পুরহাটের ফায়ার সার্ভিস।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পেট্রলঘর নামে একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। ওই দোকানে খোলা বাজারে পেট্রল বিক্রি করা হতো। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে ওসি মোস্তাফিজুর রহমান জানান।