সিনেমা হল চালুর প্রতিবাদে বিক্ষোভ!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/09/photo-1473440252.jpg)
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। সিনেমা হল চালুর দাবিতে আন্দোলনও করেছেন চলচ্চিত্র শিল্পীরা। সেখানে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঘটেছে উল্টো ঘটনা।
জুড়ীর প্রাণকেন্দ্র কামিনীগঞ্জ নামাবাজারে পুনরায় সিনেমা হল চালুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া।
আজ শুক্রবার জুমার নামাজের পর জুড়ী নামাবাজার জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় অন্যদের মধ্যে মাওলানা আবদুস শহীদ, মাওলানা আবদুল আজিজ, মাওলানা আবদুল কুদ্দুছ, মাওলানা নজরুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, মাওলানা শামসুল ইসলাম, মঞ্জুরে আলম লাল, সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, কামিনীগঞ্জ বাজারে পুবালী সিনেমা হল নামের একটি হল চালু ছিল। প্রায় পাঁচ বছর আগে এক গভীর রাতে হলটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ভূমিকায় বাজারের শত শত ব্যবসাপ্রতিষ্ঠানসহ কোটি কোটি টাকার মালামাল রক্ষা পায়। সে সময় হলটি বন্ধ করে দেওয়া হয়। এখন হলটি আবার চালুর প্রক্রিয়া চলছে। হলটি চালু থাকা অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল। বাজার ও এর আশপাশের এলাকায় মদ, গাঁজা বিক্রি, যৌন ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ হতো। আশপাশের দোকান ও বাসাবাড়িতে প্রায়ই চুরির ঘটনা ঘটত এবং পথচারীরা ছিনতাইয়ের শিকার হতো। হলটি আবার চালু হলে এসব কাজের পুনরাবৃত্তি ঘটবে এবং এলাকার শিশু-কিশোররা লেখাপড়া বাদ দিয়ে আগের মতো বিপথগামী হবে বলে তাঁরা দাবি করেন।