বড়লেখায় জামায়াত নেতা গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/10/photo-1473456910.jpg)
জামায়াত নেতা এমাদুল ইসলাম। ছবি ; সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় রূপসী বাংলা বাস পুড়ানো মামলার আসামি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের মহুবন্দ এলাকার নিজ বাসভবন থেকে এমাদুলেকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আকবর হোসেনের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
বড়লেখা থানার ওসি শহিদুর রহমান জানান, গত বছরের ১২ ফেব্রুয়ারি বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলার জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১০০-১২০ জনকে আসামি করে উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান মামলা করেন। মামলার আসামি এমাদুল ইসলাম। একই মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এমাদুলকে পুলিশ আদালতে পাঠায়।