ভিজিএফের চাল উদ্ধার, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন থেকে ঈদে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য সরকার থেকে বরাদ্দ করা ভিজিএফের ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আলী মিয়াসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়নে এবার জিতেছেন।
আজ রোববার দুপুরে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন হোসেন এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম নহাটা গ্রামের আনন্দ কুমার দে ও সমীর কুমার দের বাড়ি থেকে ভিজিএফের এই ২২ বস্তা চাল জব্দ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লাল্টু মিয়া বাদী হয়ে করা মামলায় দুই ভাই আনন্দ ও সমীরকে আসামি করা হয়েছে।
সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ওই চাল বিতরণ করা হয়। নহটা ইউনিয়নে গতকাল শনিবার এ চাল বিতরণ শুরু হয়। আর আজ এসব চাল উদ্ধার করা হয়।
নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মিয়া বলেন, ‘উপকারভোগী দরিদ্র জনগোষ্ঠীর অনেকেই চাল পেয়ে তা স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছে। এখানে কোনো অনিয়ম বা কালোবাজারী হয়নি।’
মহম্মদপুর থানার ওসি তরিকুল ইসলাম ও ইউএনও শাহীন হোসেন উভয়েই ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।