শিশু জান্নাতুলকে নির্যাতনকারী মনি বেগম গ্রেপ্তার
শিশু জান্নাতুলকে (৯) নির্যাতনকারী গৃহকর্ত্রী মনি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা এলাকার সাতারকুল থেকে বাড্ডা থানা পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে গাজীপুর থানা পুলিশ।
গাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনি বেগমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মনি বেগমের স্বামী ওমর ফারুককে গাজীপুর সদর উপজেলার দেশিপাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। আজ শনিবার আদালতে হাজির করে এদের রিমান্ড চাওয়া হবে বলে জানান এসআই।
এই নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার শিশু জান্নাতুলের পক্ষে শাহজাহান ভূঁইয়া নামের এক ব্যক্তি জয়দেবপুর থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
জানা যায়, হাইমচরের মোস্তফা সরদার নামের এক ব্যক্তি টাকার প্রলোভন দেখিয়ে জান্নাতুলকে গাজীপুর নিয়ে যান কাজ করানোর জন্য। মোস্তফা গাজীপুরে তাঁর শ্যালিকা মনি বেগম ও তাঁর স্বামী ওমর ফারুকের বাসায় কাজ করতে দেন জান্নাতুলকে।
গত এক বছর নানা ধরনের নির্যাতনের শিকার হয় শিশুটি। শরীরে ইলেকট্রিক যন্ত্র দিয়ে নির্যাতন চালানো হতো বলে জানায় জান্নাতুল। জান্নাতুলের মাথায় বড় ধরনের আঘাতের দাগ রয়েছে। টাইলসের সঙ্গে তার মাথা একাধিকবার আঘাত করা হয়েছে বলেও প্রাথমিকভাবে জানিয়েছে সে। গত বুধবার জান্নাতুলের মা ফিরোজা বেগম চাঁদপুরে নিজ বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন মেয়েকে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।