মাগুরায় ভায়রার ছোড়া এসিডে দগ্ধ এক ব্যক্তি

মাগুরায় আত্মীয়র ছোঁড়া এসিডে দগ্ধ হয়েছেন এক ব্যক্তি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সদর থানাপাড়ায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম জাফর আলী। তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি।
জাফর আলীর সঙ্গে কথা বলে সদর থানার উপপরিদর্শক রিয়াদ হোসেন জানান, গত রাতে নিজের বাসায় স্ত্রীর বোনের স্বামী (ভায়রা) দাউদ হোসেনের সাথে কথা কাটাকাটি হয় তাঁর। একপর্যায়ে দাউদ হোসেন জাফর আলীকে এসিড ছুড়ে মারেন। এর আগে বিদেশ পাঠানোর কথা বলে দাউদ তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নেন। কিন্তু বিদেশে পাঠাতে না পারায় টাকা ফেরত চাইলে জাফরকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছিলেন দাউদ হোসেন। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে এসিড ছুড়ে মারেন দাউদ হোসেন।
এতে জাফর আলীর মুখের ডান পাশ ও শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমর প্রসার জানান, জাফর আলীর শরীরের বেশ কিছু অংশ এসিডের কারণে ঝলসে গেছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং অভিযুক্ত দাউদ হোসেনকেও আটক করা যায়নি বলে জানিয়েছেন উপপরিদর্শক রিয়াদ হোসেন।