পরীক্ষার মধ্যে হরতাল না দিতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

পরীক্ষার মধ্যে হরতাল না দিতে শিক্ষামন্ত্রীর অনুরোধ। ছবি: নিউজরুম ফটো
এসএসসি ও সমমানের পরীক্ষা চলার মধ্যে হরতাল না দিতে ২০-দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান।
এ সময় প্রশ্নপত্র ফাঁস নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়, সে জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। তিনি জানান, দেশের সব পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে।
টানা অবরোধের মধ্যে সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ ছাড়া সিলেটে ছাত্রদলের ডাকা হরতালের মধ্যেও পরীক্ষা চলছে।