৪০টি সোনার বারসহ ২ বিমানকর্মী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বারসহ বিমানের দুই কর্মচারীকে আটক করেছে শুল্ক বিভাগ। আজ রোববার সকালে বিমানের দুজন ট্রাফিক হেলপারের কাছ থেকে এসব জব্দ করা হয়। এঁরা হলেন শেখ কামাল ও বেলাল হোসেন।
শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক সৈয়দ মোসাদ্দেক হোসেন জানান, আজ রোববার সকালে দুবাই থেকে আসা ফ্লাইট দুবাই ও এয়ার অ্যারাবিয়ার যাত্রীরা বিমানবন্দরে পৌঁছার পর একটি চক্র সিগারেটের প্যাকেটভর্তি দুটি প্যাকেট বিমানের দুই কর্মচারী শেখ কামাল ও বেলাল হোসেনের হাতে তুলে দেন। এ ঘটনা একজন গোয়েন্দাকর্মীর নজরে আসে। এ সময় ওই দুই ট্রাফিক হেলপারকে আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা সিগারেটের প্যাকেট থেকে ৪০টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।
একটি চক্র বিমানের কর্মচারীদের সহায়তায় সোনা পাচারের চেষ্টা করছে জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জানান, চক্রটিকে ধরতে কাজ করছেন তাঁরা।