কুষ্টিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/18/photo-1474182174.jpg)
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।
কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে আজ রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আলী হোসেনের পক্ষ ও বাগুলাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইটপাটকেল ও দেশি অস্ত্রের ব্যবহার করা হয়েছে। এ সময় ১০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—কপিল উদ্দিন (৪৫), রুস্তম আলী (৫০), তৈয়ব আলী (৫৫), হেলাল উদ্দিন (৩০) ও ইমরান হোসেন (২২)। আহত হওয়া অন্য ব্যক্তিদের কুমারখালীর বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান (পিপিএম) বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নতুন করে সংঘর্ষ এড়াতে বাঁশগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।