পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাঙামাটির ঝুলন্ত সেতুতে
ভারতীয় উজানের পানিতে ডুবে গেছে রাঙামাটির পর্যটক আকর্ষণের অন্যতম স্থাপনা কাপ্তাই হ্রদের ওপর অবস্থিত ঝুলন্ত সেতুটি। ফলে এই স্থানে সব ধরনের পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ।
শহরে কোনো ঝড়বৃষ্টি না থাকলেও গতকাল রোববার বিকেল থেকেই আকস্মিকভাবে বাড়তে শুরু করে কাপ্তাই হ্রদের পানি। ফলে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুতে পর্যটক প্রবেশের এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
সীমান্তবর্তী মিজোরাম রাজ্য থেকে বয়ে আসা পানির চাপেই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে বলে ধারণা স্থানীয়দের।
এদিকে, আকস্মিকভাবে সেতুটি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। দূরদূরান্ত থেকে বেড়াতে আসা অনেক পর্যটকই এ কারণে হতাশ।
রাঙামাটি পর্যটনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেতুতে চলাচল বন্ধ করা হয়েছে। পানি কমার পর প্রয়োজনীয় সংস্কার শেষে সেতুটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।