মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ৫ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/20/photo-1474343334.jpg)
মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা হয়। খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়। তবে দ্বিতীয়ার্ধে ৫ নম্বর ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও পুরস্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজক পৌরসভার মেয়র ফজলুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক মিছবাহুর রহমানসহ পৌর কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের ফরোয়ার্ড রনি। তিনি ফাইনালে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন।
টুর্নামেন্টে পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে নয়টি দল অংশ নেয়। ৩ সেপ্টেম্বর খেলা শুরু হয়। নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়।