মাগুরায় ১০ টাকা কেজি দরের চাল বিতরণ

মাগুরায় আজ মঙ্গলবার দরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ হয়। ছবি : এনটিভি
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মাগুরায় হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদরের জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনারুল করিম।
সরকারের কর্মসূচির আওতায় সপ্তাহে তিন দিন কার্ডধারী ৭১৬টি দরিদ্র পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল ১০ টাকা দরে দেওয়া হবে। পর্যায়ক্রমে মাগুরায় মোট ২৪ হাজার ৭৮১টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে। ২২ জন ডিলার এই চাল বিতরণের দায়িত্ব পেয়েছেন।