সিরাজগঞ্জে চিহ্নিত মানবপাচারকারী গ্রেপ্তার

মানবপাচারের একাধিক মামলার আসামি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের মো. শহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এলাকার নিরীহ লোকদের প্রলোভন দেখিয়ে ট্রলারে করে মালয়েশিয়া পাঠানোর নামে জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমার জানান, আটক শহিদুলের বিরুদ্ধে বেলকুচি থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন। আজ সোমবার ভোর রাতে মাইঝাইল গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, শহিদুল প্রতারণা করে এলাকার কয়েক শ মানুষকে মালয়েশিয়ার উদ্দেশে পাচার করে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর পাঠানো বেশ কয়েকজন গভীর সমুদ্রে প্রাণ হারিয়েছে বলেও অভিযোগ রয়েছে। অনেকেই থাইল্যান্ডের পুলিশের হাতে আটক হয়ে কারাগারে বন্দি আছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে শহিদুলকে কারাগারে পাঠানো হবে।