আমার দলের মন্ত্রীদের পদত্যাগ করতে হবে : এরশাদ
প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালনের জন্য বর্তমান সরকারে থাকা জাতীয় পার্টির তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ সোমবার রংপুর শহরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এক কর্মিসভায় এরশাদ এ কথা বলেন।
জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির ওই কর্মিসভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, একজন ডা. মিলন আর নূর হোসেনের জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। আর এখন প্রতিদিন অসংখ্য মিলন-নূর হোসেন মারা যাচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।urgentPhoto
এরশাদ বলেন, ‘আমার ওপর যে অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে। তার প্রতিশোধ নিতে চাই ভোটের মাধ্যমে। আমরা তো বিরোধী দল। বিরোধী দল কী করে বলি। আমাদের তিনজন মন্ত্রী তো সরকারে রয়েছে। বিরোধী দল বলা যায় না। এর দুঃখ থেকে রক্ষা পেতে হলে তাঁদের (তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী) ফিরে আসতে হবে দলে। তাঁদের পদত্যাগ করতে হবে। না হলে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারব না।’
জাতীয় পার্টি বর্তমান দশম জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে। কিন্তু দলটির তিন নেতা আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় আছেন। এঁরা হলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সেই সঙ্গে এরশাদকে প্রধানমন্ত্রীর (মন্ত্রী পদমর্যাদায়) বিশেষ দূতের দায়িত্ব দেওয়া হয়। এরশাদ তাঁর দলের মন্ত্রীদের পদত্যাগের কথা বললেও নিজে বিশেষ দূতের পদ থেকে পদত্যাগ করবেন কি না সেটা বলেননি।