অভিজিৎ হত্যায় আল-কায়েদা সংশ্লিষ্টতা নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র
আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ব্যাপারে যে স্বীকারোক্তি দিয়েছে সে বিষয়টি নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এটি জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনলাইনে সন্ত্রাসবাদ নজরদারি করা গোয়েন্দা সংগঠন এসআইটিই (সার্চ ফর ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এনটিটিস) তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে একিউআইএস।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, 'আমেরিকান-বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায় হত্যার ব্যাপারে একিউআইএসের দায় স্বীকারের বিষয়টি আমরা জেনেছি। তবে এই জঘন্য সন্ত্রাসী সহিংসতার জন্য কে দায়ী তা আমরা নিশ্চিত করতে পারছি না।'
অভিজিত হত্যাকাণ্ড স্থানীয় জঙ্গিগোষ্ঠী আনসার উল্লাহ বাংলাটিমের কাজ বলে গত রোববার বাংলাদেশ পুলিশ তাদের মূল্যায়নে জানায়। পুলিশ আরো জানায়, আল-কায়েদার শাখা হিসেবে আনসার উল্লাহ তৎপরতা চালাচ্ছে কি না সে বিষয়ে তাদের তদন্ত করতে হবে।
মার্কিন ওই কর্মকর্তা জানান, অভিজিৎ হত্যার তদন্তকাজের প্রারম্ভিক পর্যায়ে বাংলাদেশকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। মুক্তমনা ব্লগে সব ধর্ম সম্পর্কে লেখা প্রকাশ করতেন অভিজিৎ।
গত ২ মে জিহাদি ফোরামে পোস্ট করা একটি ভিডিওতে অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেন একিউআইএস নেতা অসীম উমর।
অভিজিৎ রায় ছাড়াও গত মার্চে ওয়াশিকুর ও ২০১৩ সালে রাজীব নামের আরো দুই ব্লগারকে একইভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।