মাগুরায় পাঠশালার যুগপূর্তি

মাগুরার ঐতিহ্যবাহী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা কেজি স্কুল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের যুগপূর্তি পালন করেছে।
আজ শনিবার সকালে পাঠশালা স্কুল থেকে বর্তমান ও সাবেক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে যুগপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
অধ্যক্ষ হাসি কুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক অসিত বরণ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক ও প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু।
সভায় স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মিহির লাল কুরি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, শিশুদের পাঠ্যপুস্তকের মধ্যে আটকে রাখলে প্রকৃত মেধা বিকাশ হবে না। শিক্ষকদের নিয়মিত লেখাপড়া এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছেলেমেয়েদের ক্লাসে শিক্ষা দিতে হবে।
দুপুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।