সিংড়ায় দুই ভাই হত্যায় গ্রেপ্তার তিন
নাটোরের সিংড়ায় দুই ভাই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শনিবার রাতে সিংড়া উপজেলার বালুয়াবাসুয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শামীম ফকির ওরফে শামীম, শাহাদৎ হোসেন ভুট্টু ও রুহুল আমিন।
র্যাব জানায়, শামীম ও ভুট্টু সরাসরি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আজ রোববার দুপুরে তিনজনকে নাটোর র্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। গত ৪ আগস্ট রাতে সিংড়া উপজেলার বড়গ্রাম এলাকার সাবেক ইউপি মেম্বার মোজাফ্ফর আলী ও তাঁর চাচাতো ভাই হাসেন আলীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়।