তিস্তাকে জাতীয় নদী ঘোষণার দাবি

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ রোববার মানববন্ধন করে রিভারাইন পিপল। ছবি : এনটিভি
তিস্তাকে জাতীয় নদী ঘোষণার দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে রিভারাইন পিপল নামের একটি সংগঠন।
বিশ্ব নদী দিবস উপলক্ষে সংগঠনটি আজ রোববার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। প্রতিবছর নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়, তা থেকে রক্ষা পাবে দেশবাসী। তাই তিস্তা নদীকে জাতীয় নদী ঘোষণার দাবি জানানো হচ্ছে।