নাটোরে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
নাটোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক সাহিনা খাতুন। সোমবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নাটোরের উন্নয়নসহ স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সাহিনা খাতুন নাটোরের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।