কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/28/photo-1475076586.jpg)
ছবি : এনটিভি
কুষ্টিয়ায় মাদক চোরাচালান মামলায় সামাজুল মণ্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুর ১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০১৩ সালের ১ মার্চ রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ সামাজুলকে আটক করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে দৌলতপুর থানায় তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ১ (ক) ধারায় মামলা করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।