মাগুরায় চাঁদা না দেওয়ায় যুবদলকর্মীকে পিটুনি

চাঁদার টাকা না দেওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর নহাটা গ্রামের যুবদলকর্মী আবুল বাসার রিপনকে (৩৮) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে সব্দালপুর বাজারে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিপন অভিযোগ করেন, আজ সকাল ৮টার দিকে সব্দালপুর বাজারে পূর্বপরিকল্পিতভাবে সব্দালপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাব্বির মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী বাবু মোল্লা, লিপু, সাদ্দাম, মিলন, ইজাহারুল, আলিয়ার ও কবিরুলসহ ১০ থেকে ১২ জন লাঠি দিয়ে তাঁকে পেটায়। এতে তাঁর হাত, পা ও ডান কানে জখম হয়েছে।
হামলার কারণ হিসেবে রিপন জানান, এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে থাকায় সাব্বির মোল্লা তাঁর কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে হুমকি দেন। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা করা হয়েছে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল দাবি করেন, হামলাকারীরা ছাত্রলীগের কোনো নেতাকর্মী নয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম সব্দালপুর বাজারে হামলার স্থান পরিদর্শন করে আহত রিপনের বক্তব্য অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।