পাংশায় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় বাদশা (৩৬) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের দত্তের মোড়ে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান ও দুটি গুলি জব্দ করার দাবি করেছে পুলিশ।
বাদশার বাড়ি ওই থানার সরিষা ইউনিয়নের কুলানগর গ্রামে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, গতকাল রাত ১টার দিকে শহরের দত্তের মোড়ে একটি লাল রঙের ব্যাগ নিয়ে যাওয়ার সময় টহলরত উপপরিদর্শক (এসআই) ইয়াছিন মুন্সী বাদশাকে চ্যালেঞ্জ করে। এ সময় তাঁকে আটক করে ব্যাগটি তল্লাশি করে একটি পাইপগান ও দুটি গুলি পায়।
ওসি আরো জানান, বাদশার বিরুদ্ধে পাংশা থানায় খুন ও ছিনতাইয়ের তিনটি মামলা রয়েছে।
এ নিয়ে গত চারদিনে গোপন সূত্রে খবর পেয়ে মোট চারটি অস্ত্র ও ছয়টি গুলিসহ চারজনকে আটক করা হয়েছে বলেও ওসি জানান।