বিনা খরচে সৌদি আরব যাবেন প্রশিক্ষিত নারী গৃহকর্মীরা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/08/photo-1475923973.jpg)
কুড়িগ্রামকে দারিদ্র্যমুক্ত করতে সরকারিভাবে বিনা খরচে সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠাতে জেলায় বাছাই কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে নারী গৃহকর্মী বাছাই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম রেজা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ পরিচালক মো. খলিলুর রহমান, সৌদি আরবের ফলকন গ্রুপের ভাইস চেয়ারম্যান ওয়ালিদ আবদুল হাদি, ফলকন গ্রুপের পরিচালক ওসামা তালাত ফাহমি, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান বেনি তাং, গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারজানা ইসলামসহ অন্যরা।
গ্যাডো বাংলাদেশ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় কুড়িগ্রাম জেলার ২৫ থেকে ৪৫ বছরের আগ্রহী নারীদের বাছাই করে এক মাসের প্রশিক্ষণ শেষে বিনা খরচে সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠানো হবে।
এ বিষয়ে ফাউন্ডেশনটির চেয়ারম্যান সাঈদ জাহিদ হোসেন জানান, কুড়িগ্রাম জেলাকে দারিদ্র্যমুক্ত করতে আগামী দুই বছর শুধু কুড়িগ্রাম থেকে পর্যায়ক্রমে লক্ষাধিক গৃহকর্মী পাঠানোর উদ্দেশে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।