সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগে বাছাই শুরু ২৪ মে
সৌদি আরবে নারী গৃহকর্মী নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া শুরু করছে সরকার। বাছাইয়ের মাধ্যমে নির্বাচিতদের সৌদি আরবে পাঠাবে সরকার। আগামী ২৪ মে থেকে ৩০ মে বাছাই প্রক্রিয়া শুরু হবে।
আজ মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ‘সৌদি আরবে সম্পূর্ণ বিনা খরচে গৃহকর্মী পেশায় মহিলা প্রার্থী নিয়োগের লক্ষ্যে আগামী ২৪ মে থেকে ৩০ মে ২০১৫ পর্যন্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশের ৪২টি জেলায় অবস্থিত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা গৃহকর্মী বাছাই করা হবে।’
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান অফিস অথবা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
রমজান মাসের আগেই নিজেদের খরচে ৩০ হাজার নারীকর্মী নিতে আগ্রহী সৌদি আরব। গত ১৪ মে সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, প্রতিমাসে সৌদি আরবে ১০ হাজার কর্মী যাবে। গৃহস্থালির কাজে যাওয়া এসব কর্মীর সর্বনিম্ন বেতন হবে বাংলাদেশি টাকায় প্রায় ৩২ হাজার টাকার মতো।
বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক নেওয়া প্রায় ছয় বছর বন্ধ ছিল। এ বছর জানুয়ারি মাসে সৌদি আরব সরকার বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।